Header Ads

কোন ছবির জন্য কানে দুল, নাকে নাকফুল গেঁথেছেন সুপারস্টার আমির খান?

কানে দুল, নাকে নাকফুল পরে আবির্ভাব হচ্ছেন আমির খান!

আমির খান মানেই নতুন কিছু। তার প্রতিটি ছবিতে নিজেকে ভেঙ্গে গড়েছেন বার বার। ছবির জন্য তার এই ত্যাগ তার সর্বশেষ ছবি ‘দঙ্গল’ও দেখা যায়। যার জন্য ৪০ কেজি ওজন বাড়িয়ে মস্তবড় ভুঁড়ি করেছেন। গড়েছেন মেদযুক্ত শরীর। আবার সেই ছবির জন্যই জিমে গিয়ে কমিয়েছেন ওজন, গড়েছেন আদর্শ ফিগার। এবার নতুন রুপে আবির্ভাব হচ্ছেন আমির খান। 

বলিউডের সফল সুপারহিরো হৃত্বিকের ছেড়ে দেওয়া ছবি ‘থাগস্ অব হিন্দুস্থান’ এ নতুন রূপে দেখা যাবে সুপারস্টার আমির খানকে। এর জন্য তাকে নাক ও কান ফুটো করতে হয়েছে। পড়তে হয়েছে দুল, নাকফুল। রাখতে হয়েছে গোঁফ, দাঁড়ি। নতুন রুপে আমিরকে দেখা যাচ্ছেও বেশ। মিডিয়ায় তার এই নতুন রূপটি ভালই ভাইরাল হয়েছে। 

আমিরের প্রতিটি ছবির আগেই তার নতুন নতুন স্টাইল ছবিটির বিপনণের ক্ষেত্রে ফাও বিজ্ঞাপন পেয়ে যায়। যেমন করে তার নতুন এই আবির্ভাব ‘থাগস্ অব হিন্দুস্থান’কে ভালোই প্রচার করেছেন।


থাগস্ অব হিন্দুস্থান’ তে অভিনয় করছেন বলিউড শাহেন শাহ্ অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ। যশ রাজের ব্যানারে, বিজয় কৃষ্ণ আচার্য  পরিচালনায়
২০১৮ দিওয়ালিতে মুক্তি পাবে ছবিটি।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.