Header Ads

সুপারস্টার দেবের ’আমাজন অভিযান’ এর বাজেট, স্ক্রিন, রিভিউ, বক্সঅফিস আয়, হিট ও ফ্লপ!

বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা সুপারস্টার দেবের ’আমাজন অভিযান’ এর বাজেট, মুক্তি তারিখ, অভিনয় শিল্পী ও বক্সঅফিস খবর!
আমাজন অভিযান!

[টালিউড]

বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা সুপারস্টার দেবের ’আমাজন অভিযান’ এর বাজেট, মুক্তি তারিখ, অভিনয় শিল্পী ও বক্সঅফিস খবর!


চলতি বছরের ক্রিসমাস উপলক্ষে টালিউডে মুক্তি পেয়েছে ‘আমাজন অভিযান’! ২০১৩ সালের ক্রিসমাস উপলক্ষে মুক্তি পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর উপন্যাস ‘চাঁদের পাহাড়’ অবলম্বনে নির্মিত ‘চাঁদের পাহাড়’ ছবির দ্বিতীয় পর্ব হল ‘আমাজন অভিযান’।

’আমাজন অভিযান’ বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি ব্যয়ে নির্মিত ছবি। শঙ্করের আমাজন বনে সোনার খনির খোঁজার অভিযান তুলে ধরতে গিয়ে ছবির পরিচালক ২৫ কোটির মত খরচ করেছেন। ফলে যেখানে সাড়ে চারশ হলের অধিকারী টালিউড ইন্ডাট্রি ৫-৬ কোটি ব্যয়ে নির্মিত ছবিকেই বড় বাজেটের ছবি মনে করে সেখানে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘আমাজন অভিযান’ সমগ্র টালিউডকে নাড়িয়ে দিয়েছে ছবি মুক্তির আগেই। উল্লেখ্য ‘চাঁদের পাহাড়’ নির্মাণে ১৫ কোটি খরচ হয়েছিল, যা এখন পর্য্ন্ত সর্বোচ্চ ব্যয়ে নির্মিত ছবির অধিকারী। সেই সাথে ছবিটি ১৫ কোটি আয় নিয়ে সর্বোচ্চ আয়েও ১ নম্বরে অবস্থান করছে।

’চাঁদের পাহাড়’ এর মত ‘আমাজন অভিযান’ও নির্মাণ করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।  


                               আপ-কামিং টালিউড/কলকাতা! 

সিনেমা : 

আমাজন অভিযানধরণ : 
অ্যাডভেঞ্চার-কাহিনী

অভিনয় : 
দেব
লাবনী সরকার 
তমাল রয় চৌধুরী

পরিচালক : 
কমলেশ্বর মুখোপাধ্যায়

প্রযোজক : 
শ্রীকান্ত মেহতা
মহেন্দ্র সোনি

ব্যানার : 
শ্রী ভেঙ্কাটেশ ফিল্মস্ (এসভিএফ এন্টারট্রেইনম্যান্ট)

লেখক : 
বিভূতিভূষণ বন্যোপাধ্যায়

টীজার : 
২২.০৯.২০১৭ (ভিডিও দেখতে ক্লিক করুন

ভাষা : 
বাংলা

দেশ: 
ভারত

মুক্তির তারিখ :
কলকাতা : ২২ ডিসেম্বর ২০১৭ (ক্রিসমাস ডে)
সারা ভারত : ২৯ ডিসেম্বর ২০১৭

বাজেট : 
২৫ কোটি
[নির্মান ব্যয় (অভিনয় শিল্পীদের ফি সহ) : ১৮ কোটি]
[বিজ্ঞাপন বাবদ ব্যয় : ৭ কোটি]

বক্সঅফিস বিশ্লেষণ :
হিট : ২৫ কোটি
সুপারহিট : ৩০ কোটি
ব্লকবাস্টার : ৩৫ কোটি টাকা

স্ক্রিন :  
[কলকাতায় মোট স্ক্রিন : ১০০ (প্রায়)]
[সারা ভারতে মোট স্ক্রিন : ১০০ (প্রায়)]

রিভিউ :  
২.৭/৫ 
(সমালোচক : সন্তোষজনক)
(দর্শক: খুবই ভাল)

নীট আয় :  
৫০ কোটি (প্রায়)

বক্সঅফিস স্ট্যাটাস :  
ব্লকবাস্টার!


পড়ুন: টালিউড অভিনেতারা ছবি প্রতি কত পারিশ্রমিক পান। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.