Header Ads

ঢালিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০টি ছবি!

ঢালিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০টি ছবি।
ঢালিউড!

[রঙধারা স্পেশাল]

ঢালিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০টি ছবি।


ঢালিউডে একসময় চলচ্চিত্র ইন্ডাট্রিতে জমজমাট ব্যবসা হত। কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে ঢালিউড চলতে ব্যর্থ হয়েছে। ফলে হাজারের অধিক সিনেমা হলের অধিকারী ঢালিউড বর্তমানে তিনশর কাছাকাছি সিনেমা হল নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। যেখান ঢালিউডে প্রতি সপ্তাহে নতুন নতুন সিনেমা মুক্তি পেত, সেখানে বর্তমানে সপ্তাহে একটি ছবি মুক্তি দিতে হিমশিম খেতে হয় ঢালিউডকে।

ঢালিউডে দৈন্যদশা ফুটে উঠে ‘সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০টি সিনেমায়’ সোনালি যুগে নির্মিত ছবির আধিপত্য দেখে। ১৯৮৯ সালের মুক্তি পাওয়া ‘বেঁদের মেয়ে জ্যোৎস্না’ আয় করা ২০ কোটি প্রায় ত্রিশ বছর পার করতে যাচ্ছে, অথচ আর কোন ছবিই সেই রেকর্ড ভাঙ্গতে পারল না। এখন যদি তখনকার ২০ কোটির বর্তমান সময়ের মূল্যমানে তুলনা করি তাহলে, ঢালিউড সিনেমা কত পিছিয়ে আছে, সেটাই পরিষ্কার হয়ে ভেসে উঠে।

ঢালিউডে সর্বকালের সর্বোচ্চ আয় করা দশটি ছবির মধ্যে অভিনেতা সালমান শাহ্ আধিক্য বেশি। ক্যারিয়ারে যে’কটা বছর অভিনয়ে ছিল, ঢালিউড ফিল্ম ইন্ডাট্রিকে জমিয়ে রেখেছিল। সেরা দশটি ছবির মধ্যে তিনটি ছবি তার। দ্বিতীয় স্থানে যৌথভাবে শাকিব খান ও কলকাতার জিৎ! এ দুই জন অভিনেতার দুইটা করে ছবি আছে সেরা দশে। বাকি ছবিগুলোর অভিনেতা যথাক্রমে ইলিয়াস কাঞ্জন, চঞ্চল চৌধুরী ও ওমর সানি।


ঢালিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০টি ছবি।


১. 
সিনেমা -         বেদের মেয়ে জোৎস্না
অভিনয় -        ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ
মুক্তির সাল -   ১৯৮৯
পরিচালক –    তোজাম্মেল হক বকুল
বক্সঅফিস -   ২০ কোটি

২.
সিনেমা -         স্বপ্নের ঠিকানা
অভিনয় -        সালমান শাহ্ ও শাবনূর
মুক্তির সাল -   ১৯৯৫
পরিচালক –    এম.এ. খালেক
বক্সঅফিস -   ১৯ কোটি

৩.
সিনেমা -         সত্যের মৃত্যু নেই
অভিনয় -        সালমান শাহ
মুক্তির সাল -   ১৯৯৬
পরিচালক –    ছটকু আহমদ
বক্সঅফিস -   ১১.৫০ কোটি

৪.
সিনেমা -         নবাব
অভিনয় -        শাকিব খান ও শুভশ্রী
মুক্তির সাল -   ২০১৭
পরিচালক –    জয়দীপ মুখার্জী ও আব্দুল আজিজ
বক্সঅফিস -   ৯.১০ কোটি

৫.
সিনেমা -         কেয়ামত থেকে কেয়ামত
অভিনয় -        সালমান শাহ্ ও মৌসুমী
মুক্তির সাল -   ১৯৯৩
পরিচালক –    সোহানুর রহমান সোহান
বক্সঅফিস -   ৮.৫০ কোটি

৬.
সিনেমা -         মনপুরা
অভিনয় -        চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি
মুক্তির সাল -   ২০০৯
পরিচালক –    গিয়াসউদ্দিন সেলিম
বক্সঅফিস -   ৮ কোটি

৭.
সিনেমা -         কুলি
অভিনয় -        ওমর সানি, আমিন খান ও পপি
মুক্তির সাল -   ১৯৯৭
পরিচালক –    মনতাজুর রহমান আকবর
বক্সঅফিস -   ৭ কোটি

৮.
সিনেমা -         বাদশা- দা ডন
অভিনয় -        জিৎ, নুসরাত ফারিয়া
মুক্তির সাল -   ২০১৬
পরিচালক –    বাবা যাদব ও আব্দুল আজিজ
বক্সঅফিস -   ৬.৪০ কোটি

৯.
সিনেমা -         বস টু : ব্যাক টু রুল
অভিনয় -        জিৎ, শুভশ্রী ও নুসরাত ফারিয়া
মুক্তির সাল -   ২০১৭
পরিচালক –    বাবা যাদব
বক্সঅফিস -   ৬.১৩ কোটি

১০.
সিনেমা -         শিকারী
অভিনয় -        শাকিব খান ও শ্রাবন্তী
মুক্তির সাল -   ২০১৬
পরিচালক –    আব্দুল আজিজ ও হিমাংশু ধানুকা
বক্সঅফিস -   ৫.৫৫ কোটি

বি.দ্র: সর্বোচ্চ সঠিক তথ্য উপস্থাপন করার জন্য উইকিপিডিয়াসহ বিভিন্ন ওয়েব পোর্টাল-এর সহায়তা গ্রহণ করা হয়েছে।  উল্লেখ্য রিপোর্টটি তৈরি করা হয়েছে সেপ্টেম্বর ২০১৭!

আরো পড়ুন :

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.