Header Ads

‘ধড়ক’ বাজেট, স্ক্রিন, রিভিউ, বক্সঅফিস হিট ও ফ্লপ বিশ্লেষণ!

ইশান খাট্টার ও জাহ্নবি কাপুর ‘ধাড়াক’ ছবির বাজেট, রিভিউ, স্ক্রিন, অভিনয় শিল্পী, মুক্তির তারিখ, বক্সঅফিস হিট ও ফ্লপ বিশ্লেষণ, বক্সঅফিস আয়!
ধাড়াক!

[বলিউড]

ইশান খাট্টার ও জাহ্নবি কাপুর-এর ‘ধড়ক’ ছবির বাজেট, রিভিউ, স্ক্রিন, অভিনয় শিল্পী, মুক্তির তারিখ, বক্সঅফিস হিট ও ফ্লপ বিশ্লেষণ, বক্সঅফিস আয়!


২০১৬ সালের মারাঠি ব্লকবাস্টার ছবি ‘সাইরাত’ এর হিন্দি রিমেক ‘ধড়ক’। এ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক শ্রীদেবীর মেয়ে জাহ্নবি কাপুরের। করণ জোহরের ধর্ম পোডাকশনের অধীনে ছবিটি পরিচালনা করেছে শশাঙ্ক খাইতান।

অনার কিলিং উপর ভিত্তি করে নির্মিত ‘সাইরাত’ মাত্র ৪ কোটি ব্যয়ে নির্মিত হয়েছিল। ছবিটি মুক্তির পর সমগ্র ভারতে ‘সাইরাত’ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। ছবিটিতে সম্পূর্ণ নতুন একটি জুটিকে পর্দায় উপস্থিত করলেও. পর্দার পেছনে সবাই ছিল প্রসিদ্ধ ব্যক্তি। ফলে ছবিটি দর্শকদের পাশাপাশি সমালোচক রিভিউও ছিল ঈর্ষণীয়। মারাঠি দর্শকদের জন্য নির্মিত ছবিটি সমগ্র ভারত জুড়ে প্রদর্শিত হয়। সেই সাথে প্রথম মারাঠি ছবি হিসেবে বক্সঅফিসে শতকোটি আয়ের গৌরব অর্জন করে।

করণ জোহর ইশান খাট্টার ও জাহ্নবি কাপুরকে নিয়ে ’সাইরাত’ এর হিন্দি রিমেক করার ঘোষণা অনেক আগেই দিয়েছিল। অবশেষে ‘ধড়ক’ নামের মধ্য দিয়ে নির্মিত হয়েছে ‘সাইরাত’-এর রিমেক। উল্লেখ্য ইতোমধ্যে ঢালিউড ও টালিউড মিলে বাংলায় ‘নূর জাহান’ নামে সাইরাত রিমেক করেছে।


সিনেমাটির বিস্তারিত তথ্য:

ধড়ক


অভিনয়  
ইশান খাট্টার
জাহ্নবি কাপুর

ধরণ  
রোমান্টিক

পরিচালক  
শশাঙ্ক খাইতান

প্রযোজক  
করণ জোহর
জি স্টুডিওস্
হিরু যশ জোহর
অপূর্ব মেহতা

গল্প
নাগরাজ মানজুলে

প্রোডাকশন কোম্পানি
জি স্টুডিওস

পরিবেশক
ধর্ম প্রোডাকশন
জি স্টুডিওস

ভাষা
হিন্দী

দেশ
ভারত

শুভমুক্তির
২০ জুলাই ২০১৮

বাজেট
প্রোডাকশন খবর : ৩০ কোটি
প্রিন্টিং এবং মার্কেটিং : ১০ কোটি
মোট : ৪০ কোটি (দ্বিতীয় বৃহৎ অভিষেক তারকার ছবি)

বক্সঅফিস বিশ্লেষণ
হিট : ৬০ কোটি
সুপারহিট : ৮০ কোটি
ব্লকবাস্টার : ১৫০ কোটি

স্ক্রিন
সমগ্র ভারত : ২২৩৫
বাকী বিশ্ব : ৫৫৬
সর্বমোট : ২৭৯১

রিভিউ
সর্বমোট রিভিউ গড় : ৩.২/৫

নীট আয়
শীঘ্রই প্রকাশ করা হবে।

বক্সঅফিস স্ট্যাটাস :
শীঘ্রই প্রকাশ করা হবে।

[আপডেট চলবে…]

আরো পড়ুন :

বলিউডে সর্বকালের সর্বোচ্চ বাজেটে নির্মাণ করা ১০টি ছবি!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.