Header Ads

’হামি’ ৩য় সপ্তাহের বক্স অফিস রিপোর্ট! ১ম ব্লকবাস্টার...

’হামি’ - এর সর্বশেষ বক্স অফিস রিপোর্ট!
হামি!

[বক্স অফিস : টালিউড]

’হামি’ - এর সর্বশেষ বক্স অফিস রিপোর্ট!


১১ মে ২০১৮ কলকাতার বক্সঅফিসে মুক্তি পেয়েছে ’হামি’ ছবিটি। বক্স অফিসে মুক্তি পাওয়া নন্দিতা-শিবপ্রসাদ জুটির এ ছবিটি কিছুটা হল জটিলতায় ভুগতে হয়েছিল। এর পরও মুক্তির প্রথম সপ্তাহে ৯০টির মত হল পায়। ছবিটি কেমন কালেকশন করছে, তার সর্বোচ্চ সত্য তথ্য প্রকাশ করার চেষ্টা করছে ‘রঙধারা’। আর এ চেষ্টার অংশ হিসেবে থাকছে হল সংখ্যা, হলে দর্শক উপস্থিতি, দর্শক প্রতিক্রিয়া, টিকিট মূল্য, রিভিউ প্রভৃতি। যেহেতু প্রযোজকরা বক্স অফিস আয় নিয়ে কোন তথ্য প্রকাশ করে না, সেহেতু ‘রঙধারা’ প্রদত্ত কালেকশন ফিগার শতভাগ সঠিকতার দাবী রাখছে না। কেননা আগেই বলা হয়েছে শতভাগ নয়, সর্বোচ্চ সত্য প্রকাশ করার চেষ্টা করে ’রঙধারা’।


নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়-এর মুক্তি পাওয়া ‘বেলাশেষে’, ‘প্রাক্তন’, ‘পোস্ত’ বক্সঅফিসে ব্লকবাস্টার ব্যবসা করে। সেই সাথে ছবিগুলো বক্সঅফিসে রেকর্ড পরিমাণ দিন পর্য্ন্ত চলেছিল। ‘হামি’র শুরুটাও তেমনি হয়েছে। বিশেষ করে বেশিরভাগ হলে ‘হামি’র সন্ধ্যার শো’টা হাউসফুল যাচ্ছে, সেই সাথে বাকী শো’গুলোও ৭০-৯০ ভাগ দর্শক টানতে সক্ষম হচ্ছে। স্বল্প বাজেটের ছবি হিসেবে ‘হামি’র শুরুটা অনায়াসে ব্লকবাস্টার বলা যায়।

বক্স অফিস আয় নিয়ে আপনার অভিযোগ, পরামর্শ কিংবা তথ্য আমাদের জানাতে কমেন্ট বক্স/মেইল বক্স ব্যবহার করুন!


দিন অনুযায়ী বক্স অফিস রিপোর্ট :


’হামি’-এর বক্স অফিস আয় :

শুভমুক্তি : ১১ মে ২০১৮

১ম সপ্তাহে আয় : ১.৫০-১.৬০ কোটি (সম্ভাব্য)
২য় সপ্তাহে আয় : ১.১০-১.২০ কোটি (সম্ভাব্য)
৩য় সপ্তাহে আয় : ০.৮৫-০.৯০ কোটি
সর্বমোট আয় : ৩.৪৫-৩.৭০ কোটি (সম্ভাব্য)

বক্স অফিস স্ট্যাটাস : ব্লকবাস্টার

আরো পড়ুন :

দেব-এর টপ ফাইভ হিট সিনেমা!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.