Header Ads

অমিতাভ-আমিরের ‘থাগস অব হিন্দুস্তান’ আসছে, দেখুন ভিডিও!
[বলিউড : ভিডিও]

’থাগস অব হিন্দুস্তান’ ছবির লোগো উন্মোচিত।


দীর্ঘ দুই বছর পর বলিউডে আবারো ফিরছে আমির খান। গেল বছর যদিও ‘সিক্রেট সুপারস্টার’ দিয়ে বড়পর্দায় ছিল, তবে সেই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে ছিল না আমির। ফলে ‘দঙ্গল’ ছবির পর আবারো পুরোদমে ফিরছে এ তারকা। সাথে থাকছে অমিতাভ বচ্চন।

সম্প্রতি প্রথমবারের মত অমিতাভ-আমির খান অভিনয় করা থাগস অব হিন্দুস্তান’ ছবির লোগো উন্মোচন করা হল। ইউটিউবে ছবিটির লোগো এবং মুক্তির তারিখ প্রকাশ করা হল। আর প্রকাশ হতে না হতেই তা ভাইরাল হয়ে যায়। কেননা আমির মানেই চমক। লোগোটিতে বেশ আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকও বেশ দারুণ ছিল।

থাগস অব হিন্দুস্তান’ পরিচালনা করেছে বিজয় কৃষ্ণ আচার্য্য। ছবিটি নির্মাণে ৩০০ কোটির মত ব্যয় হয়েছে। ছবিটি ৮ই নভেম্বর ২০১৮ সালে বক্স অফিসে মুক্তি পাচ্ছে।


দেখুন ’থাগস অব হিন্দুস্তান’ ছবির লোগো  ভিডিও:কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.