নতুন ছবির খবর, ইয়াশ রোহানের আপকামিং মুভি ‘জ্বিন’!
![]() |
Yash Rohan! |
[ঢালিউড : আপকামিং মুভি]
ইয়াশ রোহানের আপকামিং মুভি; ইয়াশের নতুন ছবির খবর!
’স্বপ্নজাল’খ্যাত
ইয়াশ রোহান সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে। ছবিটির নাম ‘জ্বিন’। ছবিটিতে তার বিপরীতে আছে পূজা, রোশান এবং প্রিয়া বিপাশা। ছবিটি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হবে। তবে ছবিটির পরিচালনা কে করছে, তা এখনো জানা যায় নি।
এর আগে ‘চেহারা ছবি’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিল, যেটি পরিচালনা করেছিল অরুণ চৌধুরী। উল্লেখ্য এটি ইয়াশের দ্বিতীয় ছবি সেই সাথে পরিচালক অরুণ চৌধুরীরও দ্বিতীয় ছবি।
এর আগে ‘চেহারা ছবি’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিল, যেটি পরিচালনা করেছিল অরুণ চৌধুরী। উল্লেখ্য এটি ইয়াশের দ্বিতীয় ছবি সেই সাথে পরিচালক অরুণ চৌধুরীরও দ্বিতীয় ছবি।
’চেহারা
ছবি’ একটি হারিয়ে যাওয়া মেয়ের এগিয়ে যাওয়া গল্প। ছবিটির শুটিং শুরু হবে ডিসেম্বর থেকে।
ছবিটির নারী চরিত্রে অভিনয় করেছে তিশা।
ইয়াশ রোহানের নতুন ছবির খবর
সিনেমা : চেহারা ছবি
অভিনয় : ইয়াশ রোহান, তিশা
পরিচালক :
অরুণ চৌধুরী
প্রযোজক : …
ধরণ : ড্রামা
বাজেট : ১ কোটি (সম্ভাব্য)
মুক্তির তারিখ :
২০১৯
সিনেমা : জ্বিন
অভিনয় : ইয়াশ রোহান, রোশান, পূজা, প্রিয়া বিপাশা
পরিচালক : ...
প্রযোজক : আব্দুল আজিজ
ধরণ : হরর-ড্রামা
বাজেট : ১ কোটি (সম্ভাব্য)
মুক্তির তারিখ : ২০১৯
আরো পড়ুন :
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন