Trailer: ‘ব্যোমকেশ গোত্র’; পুজোয় গভীর রহস্যের হাতছানি।
[টালিউড : ট্রেইলার]

‘ব্যোমকেশ গোত্র’ ছবির ট্রেইলার মুক্তি দেওয়া হয়েছে।  


আবারো পুজোয় আসছে ‘ব্যোমকেশ’। এবারও ব্যোমকেশ হয়ে ফিরছে আবির। যদিও গেল বছর পুজোয় ব্যোমকেশ ছিল যীশু। ২২ই সেপ্টম্বর নতুন ব্যোমকেশের ট্রেইলার প্রকাশ করা হয়েছে।

ব্যোমকেশ গোত্র’ নামে নতুন এ ছবিটির ট্রেইলারটি বেশ ঝাজালো। গভীর রহস্যের হাতছানি থাকছে এ ছবিটিতে। সত্যেন্বেষণ ব্যোমকেশকে এ ছবিতে সব্যসাচী’র চরিত্রে দেখা যাবে। ট্রেইলারে ব্যোমকেশ নিজেই বলেছে এ কথা। ফলে ব্যোমকেশ ভক্তদের পাশাপাশি ডিটেকটিভ সিনেমাপ্রেমীরা নতুন করে সচেতন হবে ছবিটি নিয়ে।

ব্যোমকেশ গোত্র’ পরিচালনা করেছে অরিন্দম শীল। ছবিটি ১২ অক্টোবর বক্স অফিসে মুক্তি পাচ্ছে।


দেখুন ‘ব্যোমকেশ গোত্র’ ছবির টীজার :


লক্ষ্য করুন  
পুজো’র ৬টি ছবি নিয়ে প্রকাশিত হবে বিশেষ পোস্ট। 
এই পুজোয়, রঙধারার সাথেই থাকুন!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.