Song ‘Billionaire’; ইয়ো ইয়ো হানি সিং-এর নতুন হিট গান!
[হিন্দি গান : বলিউড]
হানি সিং এর নতুন গান ‘বিলিয়নিয়ার’ প্রকাশ করা হয়েছে।
ইয়ো ইয়ো হানি সিং এর
নতুন গান ‘বিলিয়নিয়ার’। সম্প্রতি গানটি ইউটিউবে মুক্তি পেলে, তা বেশ উল্লেখযোগ্য হারে
ভিউ পেতে থাকে।
’বিলিয়নিয়ার’
গানটির সাথে ইয়ো ইয়ো হানি সিং-এর সাথে যুক্ত ছিল স্নিগ্ধা এবং হোমি দিলিওয়ালা। গানটি
সাইফ আলী খানের নতুন ছবি ‘বাজার’ এর জন্য নির্মিত হয়েছে। ফলে গানটিতে সাইফ আলী খান,
ইলি ইব্রাম এবং রোহান মেহরাকে দেখা গেছে।
’বাজার’ বক্স অফিসে
মুক্তি পাচ্ছে ২৬ই অক্টোবর!
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন