‘সাপলুডু’ সিনেমার খবর : শীঘ্রই আসছে ফার্স্ট লুক!
![]() |
Arifin and Mim |
[ঢালিউড]
‘সাপলুডু’ ছবির প্রকাশিত সব খবর!
আরিফিন
শুভ ও বিদ্যা সিনহা সাহা মীম –এর নতুন সিনেমা ‘সাপলুডু’। ছবিটি পরিচালনা করেছে গোলাম
সোহরাব দোদুল। ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছে
পরিচালক নিজেই। অ্যাকশন-থ্রিলার ধাঁচের ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।
‘সাপলুডু’ ছবির সব খবর ধারাবাধিকভাবে দেওয়া হল।
পড়ুন : শাকিব-বুবলী’র ফাইটার ছবির সব খবর!
দেখুন : তারকাদের মধ্যে যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়।
‘সাপলুডু’ ছবির সব খবর ধারাবাধিকভাবে দেওয়া হল।
পড়ুন : শাকিব-বুবলী’র ফাইটার ছবির সব খবর!
‘সাপলুডু’র ফার্স্ট লুক শীঘ্রই মুক্তি পাচ্ছে:
খুব শীঘ্রই ’সাপলুডু’র ফার্স্ট লুক মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে ছবিটি সেন্সর বোর্ডে যাওয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে। ফলে শীঘ্রই ছবিটি প্রচারণায় নামছে। ইতোমধ্যে পরিচালক ছবিটির ফার্স্ট লুক, টীজার, ট্রেলার ছাড়ার জন্য প্রস্তুতি নিয়েছে। ধারাবাহিকভাবে এসব ছাড়া হবে।দেখুন : তারকাদের মধ্যে যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়।
’সাপলুডু’র পুরো শুটিং শেষ হয়েছে:
অক্টোবরের
শুরুতে ‘সাপলুডু’ শুটিং শুরু হয়েছিল। ডিসেম্বের প্রথম সপ্তাহে এসেই ছবিটির সম্পূর্ণ
শুটিং শেষ হয়। শুটিং শেষ হওয়ার পর ছবিটির পুরো টীম ফেইসবুক লাইভে এসে বিষয়টি কনফার্ম
করে।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন