Trailer: Simmba; বলিউডের নতুন পুলিশ রণবীর সিং![বলিউড : ট্রেইলার]

রণবীর সিং-এর নতুন ছবি ‘সিমম্বা’র ট্রেইলার প্রকাশ।


রণবীর সিং এর নতুন ছবি ‘সিমম্বা’। সম্প্রতি এ ছবিটির ট্রেইলার মুক্তি দেওয়া হয়েছে।

সিমম্বা’ ছবির ট্রেইলারে রণবীর সিং’কে অ্যাকশানধর্মী চরিত্রে দেখা যায়। একজন পুলিশ চরিত্রে অভিনয় করে তিনি। সেই সাথে নায়িকা হিসেবে দেখা যায় সারা আলী খানকে। ক্যামিও চরিত্রে অভিনয় করেছে অজয় দেবগন।

’সিমম্বা’ পরিচালনা করছে রোহিত শেঠি। ছবিটি বক্স অফিসে মুক্তি পাচ্ছে ২৮ই ডিসেম্বর ২০১৮ সালে।


দেখুন ‘সিমম্বা’ ছবির ট্রেইলার :

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.