Junglee Trailer - জঙ্গলের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি।

বলিউড

জংগ্লি ছবির ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে।


আবারো বলিউডের বড়পর্দায় মুক্তি পাচ্ছে জঙ্গলের গল্প নিয়ে নির্মিত ছবি জংগ্লি। বিদ্যুৎ জামওয়াল-এর ছবিটি ইতোমধ্যে বেশ আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে ট্রেলারে দেখানো বিদ্যুতের অ্যাকশানদৃশ্য গুলো বেশ আকর্ষণীয়। সেই সাথে বন-জঙ্গলের নানা ঘটনা তো থাকছে। 

জংগ্লি ছবিতে মানুষের সাথে পশুর প্রেম দেখানো হয়েছে। ছবিটি ৫ই এপ্রিল বক্স অফিসে মুক্তি পাচ্ছে।

দেখুন জংগ্লি ছবির ট্রেলার:

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.